ভর্তির যোগ্যতা

নার্সিং
এইচ.এসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে সর্বশেষ দুই বছরের জিপিএ ৩.০০ এবং তার পূর্বের দুই বছরের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হয়ে মোট জিপিএ-৭ হতে হবে। সরকারি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় নূন্যতম ৪০ পেতে হবে।
এইচ.এসসি বা সমমানের পরীক্ষায় যে কোন বিভাগ হতে সর্বশেষ দুই বছরের জিপিএ ৩.০০ এবং তার পূর্বের দুই বছরের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় ২.৫ পেয়ে উত্তীর্ণ হয়ে মোট জিপিএ-৬.০০ পেতে হবে। সরকারি ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় নূন্যতম ৪০ পেতে হবে।
এইচ.এসসি বা সমমানের পরীক্ষায় যে কোন বিভাগ হতে সর্বশেষ দুই বছরের জিপিএ ৩.০০ এবং তার পূর্বের দুই বছরের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় ২.৫ পেয়ে উত্তীর্ণ হয়ে মোট জিপিএ-৬.০০ পেতে হবে। সরকারি ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় নূন্যতম ৪০ পেতে হবে।

ম্যাটস
২০১৭ সাল থেকে বিজ্ঞান শাখা থেকে জীব বিজ্ঞান সহ এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জি.পি.এ-২,৫০ থাকতে হবে। (সরকারি ম্যাটস-এ ভর্তি পরীক্ষার নূন্যতম পরীক্ষায় নূন্যতম ২৫ পেতে হবে।)
২০১৭ সাল থেকে বিজ্ঞান শাখা থেকে জীব বিজ্ঞান সহ এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জি.পি.এ-২,৫০ থাকতে হবে। (সরকারি ম্যাটস-এ ভর্তি পরীক্ষার নূন্যতম পরীক্ষায় নূন্যতম ২৫ পেতে হবে।)

সার্টিফিকেট
এসএসসি/সমমান পরীক্ষা পাশের মূল সনদ, মূল নম্বরপত্র, মূল প্রসংশাপত্র সহ ফটোকপি (৩ সেট) এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি।
এসএসসি/সমমান পরীক্ষা পাশের মূল সনদ, মূল নম্বরপত্র, মূল প্রসংশাপত্র সহ ফটোকপি (৩ সেট) এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি।
Address
- Sadar Hospital Road, Shalgaria, Pabna
- +880 1799-818188, +880 1785-940098
- [email protected]
- pabnaidealhelpline