পরিচালকের বাণী

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহায়ক জনবল তৈরির বিকল্প নেই। রাষ্ট্রের প্রতি জনগণের অন্যতম চাহিদা হলো স্বাস্থ্যসেবা। দেশকে দারিদ্রমুক্ত করতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই জরুরি। এ কারণে সরকার একটি জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছে যার লক্ষ্য সংবিধান ও আন্তর্জাতিক সনদের আলোকে সমাজের সর্বস্তরের মানুষের জন্য চিকিৎসা অধিকারকে একটি অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা।

জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার হাসপাতাল ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করলেও সরকার তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। পর্যাপ্ত মানসম্পন্ন জনবলের অভাব।

তাই স্বাস্থ্য খাতের উন্নতির জন্য চিকিৎসকদের জন্য স্বাস্থ্য বিষয়ক কোর্সের পাশাপাশি সুদূরপ্রসারী পরিকল্পনা থাকা প্রয়োজন। যার মাধ্যমে স্বাস্থ্যসেবায় একদল মানসম্পন্ন স্বাস্থ্যকর্মী তৈরি হবে। সেই লক্ষ্য অর্জনে পাবনা আইডয়াল নার্সিং কলেজ প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এখানে তত্ত্ব ও ব্যবহারিক ক্লাসের পাশাপাশি বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে আপ টু ডেট রাখা হয়। এই কারণে, পাবনা আইডয়াল নার্সিং গত কয়েক বছরে অন্যতম সেরা নার্সিং কলেজে পরিণত হয়েছে।

( মোঃ আবু দাউদ )

পরিচালক

পাবনা আইডিয়াল গ্রুপ