
প্রিন্সিপালের বাণী
মানুষের অগ্রগতির সবচেয়ে বড় নিয়ামক শক্তি হল তার শিক্ষা। আর এই শিক্ষা যদি হয় কর্মমূখী তাহলে তো কথাই নেই। শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তথা আমাদের দেশে তথ্য ও প্রযুক্তি এবং স্বাস্থ্য সেবার বিকাশের পাশা পাশি বাস্তমূখী শিক্ষার লক্ষ্যে বাংলাদেশ সরকার বেসরকারী প্রতিষ্ঠান অনুমোদনের যে বাস্তব ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে তারই আলোকে পাবনা আইডিয়াল গ্রুপের অধীনে পাবনা আইডিয়াল নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীরা যেন কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হয়ে পেশাগত জীবনে পুঙ্খানু পুঙ্খরূপে তার অর্জিত জ্ঞান হাতে কলমে প্রয়োগ করতে পারে সেই জন্য কলেজ কর্তৃপক্ষ কোর্স চলাকালীন সময়েই ব্যবহারিক ক্লাসের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।
বিদেশে কর্মসংস্থানের ব্যাপারে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নার্স ও সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে। আমরা যদি অদক্ষ নার্স এর পরিবর্তে দক্ষ নার্স ও বিদেশে পাঠাতে পারি তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশকে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করতে সহায়ক ভূমিকা পালন করতে পারব এবং দেশকে উন্নত বিশ্বের কাতারে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
( হোসনে আরা পারভীন )
প্রিন্সিপাল
পাবনা আইডিয়াল নাসিং কলেজ


কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারে?


Address
- Sadar Hospital Road, Shalgaria, Pabna
- +880 1799-818188, +880 1785-940098
- [email protected]
- pabnaidealhelpline